Print Date & Time : 24 August 2025 Sunday 10:11 pm

জামায়াতে ইসলামী রামগঞ্জ শাখার ইফতার অনুষ্ঠিত

মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
রামগঞ্জে কর্মরত সাংবাদিক ও রামগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ শাখার ইফতার অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার রামগঞ্জ ক্যাপসিকাম চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ এমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ এস.ইউ.এম রুহুল আমীন ভূইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার নায়েবে আমীর এ. আর হাফিজ উল্যাহ, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জামায়াত নেতা প্রভাষক আমিনুল ইসলাম মুকুল, রামগঞ্জ পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট হাসান আল বান্না, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন, সাবেক সভাপতি খালেদ মাহমুদ ফারুক, সাংবাদিক মাসুদ রানা মনি, ওমর ফারুক পাটোয়ারী, জামায়াত নেতা প্রভাষক জাকির হোসাইন ও মাষ্টার ফয়সাল আহম্মদ প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এইচ//