Print Date & Time : 3 July 2025 Thursday 10:56 pm

জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল

রফিকুল্লাহ্ কালবী:
কুষ্টিয়া শহর জামায়াতের উদ্যোগে গতকাল বিকেলে একটি বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত সপ্তাহে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এ্যাডহক কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির হামলায় জামায়াত কর্মী খোকন মোল্লা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়ার বটতৈল মোড় থেকে শুরু হয়ে শহরের এনএস রোডের বড় জামে মসজিদে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন। এর আগে বিকেল ৫টার দিকে বটতৈল মোড়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মাগুরা কর্মী সম্মেলন থেকে পাবনায় ফেরার পথে কুষ্টিয়া জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। তবে আমীরে জামায়াত গাড়ি থেকে নামেননি এবং কোন বক্তব্যও রাখেননি। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, যশোর অঞ্চলের টিম সদস্য একেএম আলী মহসীন, জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইনসহ আরও অনেকে। আমীরে জামায়াত চলে যাবার পর বিক্ষুব্ধ কর্মীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত ভাষণ দেন অধ্যাপক ফরহাদ হোসাইন। এসময় কর্মীরা খোকন হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মুহূর্মুহূ স্লোগান দিতে থাকেন। এর পরেই মূলত কুষ্টিয়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১৬,২০২৫//