জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ এক যুববকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাথর্শী ইউনিয়নের মোজা আটা গ্রামের এমএসবি-২ ইটভাটার সামনে হতে জীবন মিয়া (২৬) উক্ত যুবককে আটক করা হয়।
আটক জীবন মিয়া ওই উপজেলার তেঘুরিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।
জেলা ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গোপন সংবাদ পেয়ে মোজা আটা গ্রামের এমএসবি-২ ইটভাটার সামনে থেকে ১০২টি ইয়াবা ট্যাবলেটসহ জীবন মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post