রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ এর সাথে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ হারুন সড়কের জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, আপনাদের সাথে নিয়ে জামালপুর সদরে উন্নয়ন করবো। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, কোন অন্যায় কাজে না। ন্যায় কাজেই সাপোর্ট দিবেন। আমার ভালো কাজে প্রশংসা করবেন। যে কাজটি আপনাদের কাছে ভালো মনে না হবে আামকে জিজ্ঞেস করবেন ভাই বা বন্ধু হিসেবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, আপনারাও তো উন্নয়নের এজেন্ট। আপনাদের উদ্দেশ্য তো একই দেশের উন্নয়ন করা। হলুদ সাংবাদিকতা করার উদ্দেশ্যে কিন্তু আসেননি? আপনারা তো দেশের ভালো উন্নয়ন চান, সততা ও ন্যায়নিষ্ঠাভাবে মানুষ দায়িত্বপালন করুক এটা আপনারা চান। এ জন্যই তো সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়।
তিনি আরও বলেন, আপনাদের ও আমার একই উদ্দেশ্যে দেশের উন্নয়ন করা। আমরা সম্মিলিত চেষ্টা করলে উন্নয়ন আগের চেয়ে আরও বেশি করা সম্ভব হবে। এসময় তিনি উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সময় টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. মোশায়ের উল ইসলাম রতন, বাসসের সাংবাদিক মোখলেছুর রহমান লিখন, সময়টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ।
এসময় জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে নেটওয়ার্কের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১৬,২০২৪//