Print Date & Time : 5 July 2025 Saturday 9:07 am

জামালপুরে এসপি প্রত্যাহারের দাবিতে মৌন মিছিল


জামালপুরে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে টানা আন্দোলনের ৮ম দিনে মৌন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। সেই সঙ্গে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলার সকল সাংবাদিকদের অংশগ্রহণে শহরের বকুলতা থেকে এই মৌন মিছিল বের হয়ে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ করেন সাংবাদিকরা।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা করে বলেন, সাংবাদিকদের এক দফা এক দাবি। এসপি নাছির উদ্দীন আহমেদকে দ্রুত প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে চলমান এইচএসসি পরীক্ষা ও করোনার নতুন সংক্রমণের কথা বিবেচনায় রেখে অনুমোদন বিহীন পুনাক মেলা বন্ধেরও দাবি জানান নেতারা।

প্রসঙ্গত, শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের মেলা প্রাঙ্গণে ডাকেন ওই পুলিশ সুপার। তার ডাকে সাড়া দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে এনে পিটানোর হুমকি দেন। এর প্রতিবিাদে আন্দোলনে নামেন জেলার কর্মরত সাংবাদিকরা।