রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে মো. শাহজাহান মিয়া নামে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মেলান্দহ মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে প্রেরন করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে যৌথ অভিযান চালিয়ে জামালপুর জেলা শহর থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তার মো. শাহজাহান ওরফে সাজু মিয়া মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মেলান্দহ পৌরসভার কাজিরপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে ।
এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গত ২৯ নভেম্বর মেলান্দহ থানায় করা নাশকতার মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

Discussion about this post