Print Date & Time : 6 July 2025 Sunday 12:44 am

জামালপুরে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জামালপুর জেলা শাখা। এ উপলক্ষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
শনিবার (১১ডিসেম্বর) দুপুরে স্টেশন বাজার দলীয় কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ,জেলা যুবদল,জেলা কৃষকদল, জেলা সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জামালপুর জেলা কৃষকদলের সহ সভাপতি সালেহীন মাসুদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
তার বক্তব্যে বলেন, কৃষিতে আধুনিকায়ন করেছে জিয়াউর রহমান এবং কৃষকদেরকে একটি দম্মানের জায়গায় নিয়ে গেছেন তিনি।
তিনি আরও বলেন, আমার প্রত্যেকেই কোন না কোন ভাবে আওয়ামীলীগ দ্বারা নির্যাতিত হয়েছি। পনের বছর আমরা ক্ষমতার বাইরে আবার যদি ক্ষমতায় না আসতে পারি তাহলে আওয়ামীলীগের গোলাম হয়েও দেশে থাকা যাবে না।