রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহের উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ অনুমতি ছাড়াই বসানো হয়েছে গরুর হাট।
এতে হাটে পশুর পড়ে থাকা বর্জ্য ও কাদার কারণে অস্বাস্থ্যকর পরিবেশের তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে ।
এই পশুর হাট প্রতি বছরই কোরবানির ঈদ উপলক্ষে বসানো হয়। এই হাট যতদিন থাকবে ততদিন মাঠে খেলাধুলা বন্ধ হয়ে যায়। এ নিয়ে ক্ষোভ দেখা গেছে স্থানীয় এলাকাবাসী ও কোমলমতী শিশুদের মাঝে।।
স্কুলের সামনেই কথা হলে কয়েকজন শিক্ষার্থী জানায়, কোরবানির বাজারের পর ঈদের ছুটি শেষ হয়ে গেলে মাঠে কিছু দিন দুর্গন্ধ থেকে যায়। পোকামাকড়, মশা মাছি বেড়ে যায়। এগুলো পরিষ্কার করার চেষ্টা করা হলেও কোনো লাভ হয় না।
নিয়মিত স্কুল মাঠে খেলতে আসা স্থানীয় কয়েকজন জানান, এই সময়টা খেলাধুলা বেশি হয়ে থাকে। আমাদের খেলা বন্ধ করে গরুর হাট বসানো হয়েছে। তবে কর্তৃপক্ষের উচিৎ প্রতি বছর মাঠ থেকে অন্য জায়গায় দেয়া। হাট শেষ হওয়ার পর গর্ত থাকেই পুলাপানদের ঠিক করতে হয়।
এ বিষয়ে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুই একদিন খেলাধুলা বন্ধ থাকে। প্রতি বছরই ঈদের জন্য গরু হাট হয়। স্কুল কমিটির অনুমতি নিয়েই দিছে।
মেলান্দহ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া বলেন, আমাদের কাছে কোন অনুমোদন নাই। এই বিষয়ে আমাদের সাথে কোন কথা বলে নাই। আমরাতো জানিনা বিষয়টা, অদের সাথে কথা বলে দেখি।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মাহবুবা হক জানান, এটি আমার জানা নাই। পৌর সভার কাছ থেকে অনুমতি নিতে পারে, আমাদের কাছ থেকে কোন অনুমতি নেয় নাই। আমার জানা নাই। আমাকে কেও জানায় নাই। এটি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। আমি খবর নিয়ে দেখি গরুর হাট সত্যিই বসছে কিনা।
দৈনিক দেশতথ্য//এইচ//