Print Date & Time : 2 July 2025 Wednesday 11:22 am

জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড

রোমান আহমেদ, জামালপুর :
জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় প্রদান করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এডভোকেট ফজলুল হক বলেন,২০২৩ সালের ফেব্রুয়ারি জামালপুর সদর উপজেলার দেউলিযাবাড়ি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে উজ্বল মাহমুদের সাথে মাদারগঞ্জে জোড়খালী গ্রামের তাহমিনা জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলো উজ্জল মাহমুদ। বিয়ের দুই মাস পর ঈদুল-ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য মারধরের পর তাহমিনা জান্নাতকে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ এপ্রিল নিহতের বাবা ইব্রাহিম খলিল বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করে। সেই মামলায় আসামি উজ্জল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাকি ১২ আসামিকে খালাস দেয়া হয়েছে।