রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে চাঁদা না দেওয়ায় বাড়িঘর ভাংচুর করে নগদ ১৭ লাখ ৫০ হাজার টাকা, ১২ ভরি স্বর্নালংকারসহ আসবাবপত্র লুটের অভিযোগ উঠেছে।
বিষয়টি কাউকে জানালে প্রানে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্তরা। আতংকে দিন পার করছেন ভুক্তভোগীরা।
গত ৬ আগস্ট দুপুরে উপজেলার মলিকাডাঙ্গা মাদ্রাসা সংলগ্ন পান ব্যবসায়ী আশরাফের বাড়িতে হামলা চালিয়ে এ লুটপাট করা হয়।
এ সময় বাঁধা দিতে গিয়ে অভিযুক্তদের মারধরে আহত হয়ে আশরাফ (৫২) প্রাথমিক চিকিৎসায় সুস্থ হলেও তার স্ত্রী রাবেয়া (৪৫) এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্তরা হলেন, ওই এলাকার চান তাঁরার ছেলে হাফিজুর,বিল্লাল ও হেলাল এছাড়া আইবালী, নুর নবী, তারা পাগলা, জমিরুল, আতিক, সিয়াম, ইব্রাহিম, শিহাব, নুরজুল বাবুল, ফজল, উমর,রাসেলসহ তাদের স্বজনরা মিলে হামলা চালিয়ে এ লুটপাট করে।
ভুক্তভোগী আশরাফ জানান, অভিযুক্তরা প্রায়ই তার কাছে চাঁদা চাইতো। একদিন এ নিয়ে কথা-কাটাকাটিও হয়। এরই জেরে থানার পুলিশদের কর্মবিরতির সুযোগে তারা আমার বাড়িতে হামলা চালিয়ে আমার বাড়িঘর ভাংচুর করে। এমসয় বাধা দিতে গেলে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে ঘরে থাকা ব্যবসার নগদ সাড়ে ১৭ লক্ষ টাকা ছেলের বউয়ের ও আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিলো তারজন্য বানানো গহনাসহ মোট ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
কর্মবিরতিতে থাকায় থানায় অভিযোগ দেওয়ার সম্ভব হয়নি। তবে বিষয়টি মেলান্দহ সেনাক্যাম্পে জানানো হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী আশরাফ।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে তাদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
দেশতথ্য//এইচ//

Discussion about this post