Print Date & Time : 14 September 2025 Sunday 4:16 am

জামালপুরে ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু

রোমান আহমেদ, জামালপুর : জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে আনোয়ারা বেগম(৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার দুরমুঠ ইউনিয়নের হামলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার বেগম ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইঠনিয়নের মহিষকোড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই নারী মানসিক রোগী ছিলেন। মঙ্গলবার সকালের দিকে বাড়ি থেকে বের হয়। দুপুর ১২ টায় দুরমুঠ বাজার রেলষ্টেশনের পাশে তমা কন্ট্রাক্টশন সংলগ্ন ট্রেনের নীচে কাটা পড়ে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার কর্মকর্তা গুলজার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী কমিউটার ট্রেনের নিচে পড়ে মরদেহ কয়েকটি খণ্ড হয়ে গেছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//