Print Date & Time : 22 August 2025 Friday 9:40 pm

জামালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসদাচরন করলো পাসপোর্ট কর্মকর্তা

রোমান আহমেদ, জামালপুর: জামালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসদাচরনের অভিযোগ উঠেছে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার দেবের বিরুদ্ধে।

বুধবার (১৪ আগষ্ট)  দুপুরের দিকে জামালপুর পৌর শহরের শেখের ভিটা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের এই ঘটনা ঘটে। 

তথ্য চাওয়ায় সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, যমুনা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি সাগর ফরাজী, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জামালপুর প্রতিনিধি ময়না আকন্দ , ইনডিপেনডেন্ট টেলিভিশনের জামালপুর প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন ও  ক্যামেরা পার্সন শাওন মোল্লার সাথে অসদাচরন করা হয়। 

প্রেসক্লাব জামালপুরের সাধারন সম্পাদক ও সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন-‘দুপুর ২টার দিকে আমরা কয়েকজন সাংবাদিক কিছু তথ্যের জন্য পাসপোর্ট কার্যালয়ে যাই। সেখানে সহকারী পরিচালকের কক্ষে প্রবেশ করার আগেই উত্তম কুমার দেবকে দেখা যায়। তিনি দরজায় দাড়িয়ে কয়েকজন সেবাগ্রহীতার সাথে গোপন আলাপ করছিলেন। আমরা পরিচয় দিতেই তিনি উত্তেজিত হয়ে যায়।

যমুনা টেলিভিশনের সাংবাদিক সাগর ফরাজী বলেন-‘ মাসে গড়ে কতজন পাসপোর্টের জন্য আবেদন করে এবং কোন ধরনের পাসপোর্ট বেশি হয়। এই দুইটি প্রশ্ন করার পরে এডি সাহেব আরো উত্তেজিত হয়ে উচ্চস্বরে বলেন- আমার কাছে কোনো তথ্য নেই। সব তথ্য ডিজি অফিসে। আপনারা ঢাকা যান। আমি এখন খেতে যাবো। আমার এতো সময় নেই। এই কথা বলে তিনি আমাদেরকে রুমের ভেতরে রেখে বের হয়ে যান এবং দড়জা লাগিয়ে দেয়ার চেষ্টা করেন।

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, গত বছর দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছি। তদন্ত হয়েছে। তদন্ত রিপোর্ট আর আলোর মুখ দেখে নাই। 

তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি জামালপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার দেব। 

এবিষয়ে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান জানান, একজন সাংবাদিক তথ্যের জন্য সরকারি কার্যালয়ে যেতেই পারে।  সহকারী পরিচালকের এমন ব্যবহার করাটি ঠিক হয়নি। আমি এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ আগষ্ট  ২০২৪