Print Date & Time : 23 August 2025 Saturday 1:33 pm

জামালপুরে দখলকৃত জমি ফিরে পেতে মানববন্ধন

রোমান আহমেদ, জামালপুর : জামালপুরে দখল কৃত সাধারণ মানুষের বসতি জমি ফিরে পেতে ও দোষি ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভূমি মালিক ও এলাকাবাসী।

আওয়ামী লীগ সরকারের আমলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান স্থাপনের জন্য নাওভাঙ্গা চর ও ব্রহ্মপুত্র নদ দখলে নিয়ে ভরাট করে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টায় পৌর শহরের নাওভাঙ্গা চর এলাকায়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ও জমির মালিক জুসনা, হালিমা, শেখ ফরিদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমাদের এখানে ৪০০পরিবারের বসতি ছিলো। সবাইকে জোরপূর্বক উচ্ছেদ করে দখল করে নেতারা। আমাদের একটি টাকাও দেয় নাই। আমরা কোনমতে ভাড়া বাসায় থেকে অর্ধাহারে দিন যাপন করছি। এখন আমাদের জমি আমরা ফিরে পেতে চাই। আর যারা এই কাজের সাথে জড়িত তাদের শান্তি চাই।

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান বলেন, নাওভাঙ্গা চরের যারা ক্ষতিগ্রস্ত রয়েছে, অবৈধ দখলদারের কবলে পড়ে যারা জমি হারিয়েছে তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সে বিষয়টি তদন্ত করে দেখবো যে তাদের কোন স্বার্থ আছে কিনা। যদি তাদের সার্থ বিঘ্নিত হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আর নদীর নাব্যতা হারানোর বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে উর্ধতন কর্তৃপক্ষের নজরে আনবো। নদীর নাব্যতা যেনো পূর্বের অবস্থায় ফিরে আসে।