Print Date & Time : 25 August 2025 Monday 3:48 am

জামালপুরে পিঠা উৎসব

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে সরকারি জাহেদা সফির মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয় ।

কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শাহনাজ পারভীনের সভাপতিত্বে ও প্রভাষক মো. মোজাহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশীদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ ড. মো. শহীদুল্লাহ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আতিকুর রহমান।
এছাড়া আরও বক্তব্য রাখেন জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন ও কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য শেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশীদসহ অন্যান্য অতিথিবৃন্দ পিঠা উৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উৎসবমুখর পরিবেশে সকল শিক্ষার্থী পিঠা উৎসবে মিলিত হয়। দেশীয় সংস্কৃতি নির্ভর এ ধরণের উৎসব শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করে।

দৈনিক দেশতথ্য//এইচ//