রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে বন্যার পূর্ব প্রস্তুতি ও সাড়াদান বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব খাদ্য কর্মসুচির অর্থায়নে ঢাকা আহসানিয়া মিশনের বাস্তবায়নে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মহড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্রয়কেন্দ্রে পুনর্বাসন, বন্যার পানি থেকে শিশু উদ্ধার বিষয়ক ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম মহড়া, কৃষক, নারী ও স্কুল শিক্ষার্থী সমাবেশ, বন্যা সতর্কীকরণ ফলক নির্দেশক ও গবাদী পশুর ভ্যাকসিন বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া প্রানী সম্পদ পরিচর্যা, এনজিও এবং জরুরী আর্থিক লেনদেন সেবা, জরুরী স্বাস্থ্য সেবাসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নোয়ারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জি. রোমান হাসানের সভাপতিত্বে ও ঢাকা আহছানিয়া মিশন এর কর্মী মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামান আব্দুন নাসের বাবুল, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আলমগীর হোসেন, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রোগাম পলিসি অফিসার শশাংকর চন্দ্র দাস, ঢাকা আহসানিয়া মিশনের যুগ্ন পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন হাড়গিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশনের জেলা সমন্বয়কারী মোঃ নুরুল হক ফকির, উপজেলা সমন্বয়কারী রেখা আক্তার, মো. আসাদুল্লাহ, জি এম শামসুজ্জোহা । এছাড়াও ছয়টি উপজেলার ফিল্ড ফেসিলিটেটর বৃন্দ।
দৈনিক দেশতথ্য//এইচ//