Print Date & Time : 10 May 2025 Saturday 6:08 pm

জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

জামালপুরের ইসলামপুরে বাবাকে হত্যার দায়ে ছেলে রুকনুজ্জামান খোকনকে (২৩) আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
একইসঙ্গে রুকনুজ্জামান খোকনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

সোমবার ( ৮ নভেম্বর ) দুপুরে জামালপুরের সিনিয়র দায়রা জজ মোঃ জুলফিকার আলী খান এ রায় দেন।
দন্ড প্রাপ্ত মো. রুকনুজ্জামান খোকন ইসলামপুর উপজেলার কৃষ্ণ নগর (পূর্ব শশারিয়াবাড়ি) গ্রামের মৃত অজর ওরফে রজব উদ্দিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্ম্মল কান্তি ভদ্র জানান, জমি নিয়ে বিরোধের জেরে রাতে শোয়ার ঘরে বাঁশ দিয়ে পিটিয়ে বাবাকে আহত
করেন খোকন। পরে গুরুতর আহত অবস্থায় ইসমালপুর সাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, রুকনুজ্জামান খোকনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও আমৃত্যু সশ্রম কারাণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ
আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট নির্ম্মল কান্তি ভদ্র ও আসামীপক্ষের ছিলেন এডভোকেট
মোঃ আমান উল্লাহ আকাশ।