রোমান আহমেদ, জামালপুর: জামালপুরে রেল লাইন থেকে কামরুল আলম খান নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় জামালপুর জংশন স্টেশনের আউটার সিগন্যালের কাছে বন্দের পাড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে নিহত কামরুলের লাশ উদ্ধার করা হয়।
নিহত কামরুল টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, কামরুল জামালপুরে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জামালপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী বকুল আক্তার (৪৫) জানায়, তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর সকালে সংবাদ পাই রেলওয়ে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। পরে থানায় গিয়ে শনাক্ত করি।
জামালপুর থানার ওসি গুলজার হোসেন জানিয়েছে, স্থানীয়রা জানায় রেল লাইনের উপর এক ব্যক্তির লাশ পড়ে আছে। অজ্ঞাত হিসেবে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়। ট্রেনে কাটা পড়েছে নাকি আত্বহত্যা করেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।
এবিষয়ে জিআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post