আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন মোঃ বদরুল হাসান বিদ্যুৎ। তার মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও করেছে স্থানীয় আওয়ামী লীগ।
শনিবার (১৬ অক্টোবর ) বেলা ১২ টার দিকে জামালপুর-সরিষাবাড়ি মহাসড়কের হাসিল টনকি মোড় অবরোধ করে মানবন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন এলাকাবাসী।
এসময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজাত আলী ফকির, মুক্তিযোদ্ধা বাচ্চু খান, মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু, হেলাল উদ্দিন মাস্টার, ওয়ার্ড মহিলা নেত্রী জনাবা হেলিকা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
![](https://dailydeshtottoh.com/wp-content/uploads/2021/10/received_557649205298224.jpeg)
বক্তারা বলেন- মেষ্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ছানোয়ার হোসেন সবুজকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু দুই দিন পর কোনো কারন ছাড়াই সবুজের মনোয়ন বাতিল করে মো: বদরুল হাসান বিদ্যুৎকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয় কেন্দ্রীয় আওয়ামীলীগ। একটি চক্র তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই কাজটি করেছেন।
বক্তারা আরো বলেন- ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন মো: বদরুল হাসান বিদ্যুৎ প্রথমে ইউনিয়ন ছাত্রদল ও পরে ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন । এছাড়াও মেষ্টা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদকের আপন ভাতিজা বিদ্যুৎ। সেই সময় বিদ্যুৎ আওয়ামী লীগের বিপক্ষে কাজ করেছেন। তার মতো ব্যাক্তিকে দলীয় মনোনয়ন দেয়ায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বিক্ষুব্ধ হয়েছে ইউনিয়নবাসী। তাই তারা অতিদ্রুত বিদ্যুৎ এর মনোনয়ন বাতিল করে পুনরায় সবুজকে মনোনয়ন প্রদানের দাবি জানান।
এবিষয়ে আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো: বদরুল হাসান বিদ্যুৎ জানান, আমি ছাত্রলীগ থেকে উঠে আসা একটি ছেলে। বর্তমানে জামালপুর সদর উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রয়েছি। আমাকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে এবং মেষ্টায় অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে একটি পক্ষ।
তিনি আরো বলেন, মেষ্টা ইউনিয়ন বিএনপির কিছু নকল কাগজপত্রে আমার নাম ঢুকিয়ে দিয়েছে। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যারা আন্দোলন করছে তারা নারী কেলেঙ্কারির জন্য মনোনয়ন হারিয়েছে।
![](https://dailydeshtottoh.com/wp-content/uploads/2021/10/received_297946058823222.jpeg)
এদিকে জামালপুর-সরিষাবাড়ি সড়ক অবরোধ করে টায়ার জালিয়ে বিক্ষোভ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি সৃষ্টি হয় পথচারীদের।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post