Print Date & Time : 13 September 2025 Saturday 2:21 pm

জামালপুরে যুবকের মরদেহ উদ্ধার

জামালপুর সদর উপজেলায় শফিকুল ইসলাম শফি (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

বুধবার (২২নভেম্বর) সকালে উপজেলার শরিফপুর ইউনিয়নের শীতলকূর্শা এলাকার কাঠ বাগান থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম ওই ইউনিয়নের গোদাশিমলা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ডাক্তার আব্দুল জলিলের বাড়ির পিছনে কাজ করতে গিয়ে এক মহিলা কাঠ বাগানে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরাদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত কবির বলেন, ‘সদর উপজেলার শীতলকূর্শা এলাকা থেকে শফিকুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারন জানা যাবে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

দৈনিক দেশতথ্য//এইচ//