রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
এসময় প্রধান শিক্ষক আব্দুল মান্নান পদত্যাগের জন্য লিখিতভাবে ২৪ ঘন্টা সময় নিয়েছেন।
শনিবার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ওই বিদ্যালয়ে সেনা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
শিক্ষার্থীরা বলেন, গত ১৮ জুলাই জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের জন্য উপস্থিত হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে শিক্ষকদের সামনে ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। একইসাথে তাদের হাতে অনেকে যৌন হয়রানির শিকার হয়েছে বলে জানান তারা। এ সময় প্রতিবাদ না জানিয়ে ছাত্রীদের অভিভাবকদের ডেকে নিয়ে আসেন। পরে অভিভাবকরাও ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে লাঞ্ছিত ও মারধরের শিকাত হন।
পরে প্রধান শিক্ষক অভিভাবকদের কাছে তুলে দেন শিক্ষার্থীদের। এসব ঘটনা সিসিটিভি ফুটেজ ধারন হলেও প্রধান শিক্ষক সিসিটিভি ফুটেজ ডিলেট করেছেন বলে অভিযোগ ছাত্রীদের। এ সময় ওই প্রধান শিক্ষক চার ঘন্টারও বেশি সময় শিক্ষার্থীদের কাছে অবরুদ্ধ হয়ে থাকেন। পরে সেনা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন । তারপর প্রধান শিক্ষক পদত্যাগের জন্য লিখিতভাবে ২৪ ঘন্টা সময় নেন।
এ ঘটনায় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের সাথে সহকারি শিক্ষক বিশ্বজিৎ সোম, শাহিদা বেগম ও রেজা নামে আরও তিন শিক্ষকের পদত্যাগের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন, ‘ওই দিনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আমি স্বচেষ্ট ছিলাম। পরিস্থিতি আমার নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ায় অভিভাবকদের ডেকে তাদের সন্তানকে দিয়ে দেই। আর সিসিটিভি সম্পর্কে আমার কোন অভিজ্ঞতা নেই।

Discussion about this post