Print Date & Time : 14 September 2025 Sunday 3:30 pm

জামালপুরে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

জামালপুরের বকশীগঞ্জে স্কুল বন্ধ কিনা জানতে গিয়ে এক শিক্ষার্থী (৮) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। 

সোমবার (৫ জুন) সকাল ১১ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী গ্রামে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে টেংরামারী গ্রামের এক কাঠ মিস্ত্রির কন্যা বিদ্যালয় বন্ধ কিনা তা জানতে তার প্রতিষ্ঠান যদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন সরকারিভাবে সকল বিদ্যালয় ৪ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।

এরপর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীর দুরসম্পর্কের নানা (মায়ের ফুফা) স্থানীয় যদুরচর গ্রামের মিয়ের উদ্দিনের ছেলে মোতালেব মিয়া (৫০) তাকে ২০ টাকা দিয়ে প্রলোভন দেখান। এক পর্যায়ে একটি সুপারির বাগানে নিয়ে তাকে ধর্ষণ করেন মোতালেব মিয়া। দুইদিন পর বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ওই শিক্ষার্থীর মা জানান, বুধবার (৭ জুন) সকাল ৬ টায় ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতির কাছে এঘটনার বিচার চাইতে গেলে তিনি বিষয়টি দেখবেন বলে তাকে জানানো হয়।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনাটি তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন। এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৭,২০২৩//