রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :
জামালপুরে পুলিশের কর্মবিরতির পর সড়কে দেখা মিলেছে ট্রাফিক পুলিশের। তাদের সাথে সড়কে ৬ষ্ঠ দিনেও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। শহর থেকে গ্রামাঞ্চলেও মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগষ্ট) সরেজমিনে দেখা যায় সকাল থেকেই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু করেন শিক্ষার্থীরা।
ট্রাফিক পুলিশ অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতি ঘোষণা করলে সড়কের দায়িত্ব পালন শুরু করেন শিক্ষার্থীরা। ৬ষ্ঠ দিনের মত চলছে তাদের এ দায়িত্ব পালন। পুলিশের সাথে রেডক্রিসেন্ট ও স্কাউটের পোশাকে কাজ করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করছে। জেলা জুড়েই সড়কের প্রতিটি মোড়ে মোড়েই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা।
জামালপুর শহরের পাচরাস্তা মোড়ে দায়িত্বরত শিক্ষার্থী দিন ইসলাম বলেন, আজ সকাল থেকে ট্রাফিক পুলিশও রাস্তায় দায়িত্ব পালন করছেন। আমরাও সকাল থেকে রাস্তায় ট্রাফিকের কাজ করছি। ট্রাফিক পুলিশ রাস্তায় ফেরায় আমাদের জন্য নিয়ন্ত্রণ করতে সহজ হচ্ছে।
আরেক শিক্ষার্থী মাহিম বলেন, আমরা প্রতিদিনই সকাল থেকেই রাস্তায় ট্রাফিকের কাজ করি। আমরা এ কাজে সাচ্ছন্দ্য বোধ করছি। আমাদের মত শিক্ষার্থীরা থাকায় শৃঙ্খলা ফিরে এসেছে।
হোসেন নামে এক পথচারী বলেন, পুলিশ উঠে যাওয়ায় বেশ সমস্যা তৈরি হবে ভেবেছিলাম। কিন্তু শিক্ষার্থীরা সড়কের হাল ধরে দেখিয়ে দিয়েছে জনসাধারণকে। পুলিশের কথা যারা অমান্য করেছ তারাও শিক্ষার্থীদের কথা মানতে বাধ্য হয়েছে। সড়কে ট্রাফিক পুলিশ নেমেছ আশা করছি শৃঙ্খলা টিকে থাকবে। শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি।
ইমরান হোসেন নামে এক গাড়ি চালক জানান, শিক্ষার্থীরা কড়াভাবে ট্রাফিক আইন ফলো করছে। সবাইকে মানতে বাধ্য করছে। বাইক চালকরা অনেকেই হেলমেট ছাড়া বের হচ্ছে না। এমন নেতৃত্ব থাকলে সড়ক দুর্ঘটনাও কম হবে। বিষয়টি আমার অনেক ভালো লাগছে।
দেশতথ্য//এইচ//

Discussion about this post