Print Date & Time : 12 September 2025 Friday 9:38 am

জামালপুর থেকে ১১ বস্তা সরকারি চাল উদ্ধার

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর কাউন্সিল এর মার্কেট থেকে ১১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় বকশীগঞ্জ দক্ষিন বাজার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মোড়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর ইসলামের মার্কেটের গোডাউন এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ঈদুল ফিতর উপলক্ষে বকশীগঞ্জ পৌরসভার দ‌রিদ্রদের মাঝে সরকারের ভিজিএফের কর্মসূ‌চির চাল বিতরণ করা হচ্ছে।

এ প্রকল্পের চাল বকশীগঞ্জ পৌরসভার পাশে দক্ষিন বাজার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মোড়ে অবৈধভাবে চাল মজুদ করে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১১ বস্তায় ৩শ ৩০ কেজি ভিজিএফের চাল জব্দ করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, ‘চালগু‌লো বকশীগঞ্জ থানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//