Print Date & Time : 21 August 2025 Thursday 11:11 pm

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে সমন্বয়কারীদের সংঘর্ষ, আহত ১

জামালপুর প্রতিনিধি: গত ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৫ঘটিকায় সরকারি আশেক মাহমুদ কলেজে তৌফিক সিদ্দিকি উপর হামলা চালায় আলিফের নেতৃত্বে থাকা সমন্বয়কারীদের গ্রুপ। এই হামলায় নিসান মাহমুদ, দিয়া, আবিদ, সিয়াম, তূর্য্য এর সসংশ্লিষ্টতা পাওয়া যায়।

তৌফিক সিদ্দিকি জামালপুর জিলা স্কুলের ২১ তম ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে সে সরকারি আশেক মাহমুদ কলেজে ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত রয়েছে।

তৌফিক সিদ্দিকি উল্লেখ করেন, ” আমি গিয়ে ক্যান্টিনে দাড়াতেই আলিফ অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। আমি এর প্রতিরোধ করলেই আলিফ আমার গায়ে আঘাত করে, এরপর তার ভাই মিম সহ আমাকে বেধম মারতে থাকে। আমার নাক ফেটে রক্ত পড়তেই সাধারণ শিক্ষার্থীরা আমাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তখন তারা কলেজে লাঠিসোঁটা নিয়ে প্রকাশ্যে আমাকে পূনরায় মারার জন্যে খুজতে থাকে। “

প্রত্যক্ষদর্শী জাকিয়া জান্নাত জানান, “আমি ঘটনা স্থলে উপস্থিত ছিলাম। আলিফ হঠাৎ তৌফিকের উপর চড়াও হয় এবং আঘাত শুরু করে। সমন্বয়ক পরিচয়ে এমন মারামারি খুবই দুঃখজনক। আজকে এদের জন্যে জামালপুর জেলার যে মানহানি হলো তার জন্যে এদের আমরা বয়কট করলাম।”

নিসান গ্রুপের বিরুদ্ধে পূর্বেও চাদাবাজি সহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।