নিজস্ব প্রতিবেদক: জামিউল উলুম মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ২৬ ফেব্রুয়ারী ২০২৪ রোজ সোমবার বাদ মাগরিব স্থানীয় মুসলিম হাই স্কুল মাঠে অনুষ্টিত হয়।
কুষ্টিয়া নাগরিক পরিষদ এর সভাপতি মোঃ সাইফুদ দৌলা তরুন এর সভাপতিত্বে ও মাদরাসার সেক্রেটারী সাংবাদিক মোঃ ইব্রাহিম খলিল এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোঃ মাহবুব হাসান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা থেকে আগত বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সংগীত শিল্পী হাফেজ ক্বারী মাওঃ মোঃ জয়নুল আবেদীন। দ্বিতীয় বক্তা ছিলেন সিরাজগঞ্জ জেলা থেকে আগত মুফাসসিরে কুরআন হাফেজ মাওঃ মোঃ আবুল হাসান তারাশী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৃজন প্রোপার্টিজ এর চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খোকন ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ ফেরদৌস খন্দকার।
বয়ান পেশ করেন কুষ্টিয়া ঈদগাহপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ গোলাম রাব্বানি, তরুণ বক্তা ফাহিম আহমেদ অনিক, ক্বারী হাবিবুল্লাহ, মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুস সোবহান মাখন। এ বছর পাঁচ জন ছাত্রকে পাগড়ি পড়িয়ে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বিষয়ের ওপর ছাত্রদেরকে পুরস্কার প্রদান করা হয়।
পবিত্র কুরআন শরীফ এর ছবক গ্রহণ করেন দশ জন ছাত্র। বক্তাগণ সবাইকে ইসলামের আদর্শ অনুসরণ করার জন্য ও ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করার জন্য অনুরোধ জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ ফেব্রুয়ারী ২০২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post