জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সূবর্ন জয়ন্ত্রী উদযাপন উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিাত হয়েছে। শনিবার সকালে উপজেলা জাসদের দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে মিরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজ চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, উপজেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক কারশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, জাতীয় যুব জোট কুষ্টিয়া জেলা শাখার সহ সভাপতি রেজাউল হক তুফান, সাধারন সম্পাদক ডা. মাসুদ রানা, মিরপুর উপজেলা জাতীয় যুব জোটের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুত, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক মীর মুখতিছুর রহমান মির্জা, জাতীয় নারী জোট জেলা শাখার সদস্য শেফালী খাতুন, লাভলী ইয়াসমিন, আফরোজা খাতুন মনা, লিপি খাতুন ও রুমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, জাসদ নেতা জালাল উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আব্দুল জলিল, ওমর আলী চেয়ারম্যান, আজাম্মেল হক, হেলাল উদ্দিন শিলু, জাহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা জাসদের সহ সভাপতি মশিউর রহমান মিলন চেয়ারম্যানl
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০২,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post