ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৩০শে এপ্রিল) ভেড়ামারা উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন।
ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ নম্বর অর্জন করে দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক (কলেজ পর্যায়) মনোনীত হয়েছেন।
ভেড়ামারা সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ এপ্রিল ২০২৪