কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের চর গোপালপুরে উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধা ৭টার দিকে চর গোপালপুর মন্ডল বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
বিশেষ অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল ইসলাম বাবু। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব উন নিসা সবুজ, সাধারণ সম্পাদক অ্যাড. সামস তানিম মুক্তি, জেলা যুব মহিলা লীগের সভাপতি এম সম্পা মাহমুদ, কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদৌলা তরুন। এছাড়াও উপস্থিত ছিলেন, জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শাজাহান আলী, শহর ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান পাভেল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আলীম, যুগ্ম আহবায়ক টুটুল সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা।
অনুষ্ঠানের আয়োজন করেন জিয়ারখী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সোহানুর রহমান জীবন। ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি টিক্কা খান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শহিদুল ইসলাম।
এসময় বক্তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে৷ এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ যে সব উন্নয়ন করেছেন সে বিষয়ে বক্তারা ব্যাখ্যা দিয়ে জনগণের মাঝে কুষ্টিয়ার উন্নয়নের কথা তুলে ধরেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে হানিফ এর বিকল্প নাই। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে আগামী ৭জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার আহবান করেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ নভেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post