Print Date & Time : 21 July 2025 Monday 11:17 am

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে অনুদান প্রদান

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ স্মরণে তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে সাড়ে ১০টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ১৫ জন শহিদ পরিবারের মাঝে ২ লাখ টাকার করে মোট ৩০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: আরিফ হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা রুবাইয়াৎ জাহান, জেলা প্রশাসনের কর্মকর্তা মো: নজরুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “শহিদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক অভিযাত্রার পাথে। তাঁদের পরিবারদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।” সরকারের বিভিন্ন অর্গান শহীদদের পরিবারের উন্নয়নে কাজ করেছে। এ অভ্যূত্থানে নিহত সকল শহীদদের স্মৃতি ধরে রাখতে কবরগুলো পাকা করে রাখার প্রকল্প পাস হয়েছে, অল্প কিছু দিনের মধ্যেই কাজ শুরু হবে।

এম/দৈনিক দেশতথ্য//