মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: জেএফএ অনূর্ধ্ব -১৪ নারী ফুটবলে ৪-০ গোলের বড় ব্যবধানে স্বাগতিক রাজশাহীকে পারাজিত করে সেমিফাইনালে উঠেছে রাঙ্গামাটি জেলা। রাজশাহী জেলা প্রতিযোগিতায় আগেই সেমিফাইনাল নিশ্চিত করে।
শুক্রবার (৭মে) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রাঙ্গামাটি জেলা স্বাগতিক রাজশাহী জেলাকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয়। এর আগে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উন্নীত হয় স্বাগতিক রাজশাহী।
দিনের প্রথম ম্যাচে রাঙ্গামাটির সুইচিং মারমা ও পাইনুমা মারমা দু’টি করে গোল করে।
দিনের অপর ম্যাচে জামালপুর জেলা ১-০ গোলে নারায়ণগঞ্জ জেলাকে পরাজিত করে। জামালপুরের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করে মাইমা আক্তার। রেফারির দায়িত্ব পালন করেন সোহানা ও খাদিজা।
দৈনিক দেশতথ্য//এইচ//