নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন নাদিরা খানম।
তিনি কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেব দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে সহ পাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় তাকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে মনোনীত করা হয়।
নাদিরা খানমকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত করেন যাচাই বাছাই কমিটি।
উল্লেখ্য, তিনি ২০০৬ সালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদানের পর সততার সাথে শিক্ষকতা করে আসছেন। পরবর্তীতে তিনি সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি অর্জন করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের
প্রধান শিক্ষক শামীমা আক্তার জাহান জানান, একসময়ে আমি যখন এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলাম তখন আমার সরাসরি শিক্ষার্থী ছিলো নাদিরা খানম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে তাকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি (নাদিরা খানম) এই পিছিয়ে পড়া অঞ্চলের নারী শিক্ষার বিস্তার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কেননা নারীরা এগিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে, সমাজ আলোকিত হবে। এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধের মাধ্যমে নারীরা যাতে শিক্ষামুখী হয় সে ব্যাপারেও তৎপর আছেন বলেও জানান তিনি।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি নাদিরা খানম বলেন, আল্লাহর রহমতে আমি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। ছোট বেলায় দেখেছি আমার আব্বু (মোঃ তাইজাল আলী খান) কুষ্টিয়া আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষার প্রসারে নিবেদিত প্রাণ। বর্তমানেও শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন তিনি। এছাড়াও বিয়ের পরে আমার স্বামী (মোঃ শহিদুল ইসলাম) ও আমাকে যোগ্য শিক্ষক হতে অনুপ্রেরণা দেন। ব্যক্তিগত জীবনে আমাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার সুযোগ দেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিবার, বিদ্যালয় ও শুভাকাঙ্ক্ষীদের। এবং আমি অতীতের মতো ভবিষ্যতেও আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ করে যাবো।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৯ মে ২০২৪

Discussion about this post