Print Date & Time : 2 July 2025 Wednesday 8:10 am

জেলা বিএনপি’র জনসভা সফল করতে দৌলতপুরে প্রস্তুতি সভা

দৌলতপুর প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সারা দেশব্যাপী জনসভা উপলক্ষ্যে ১৯শে ফেব্রুয়ারী কুষ্টিয়া জেলার জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪টায় বড়গাংদিয়া হাবলু চত্বরে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটি সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল এর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল,শামিউল্লাহ খান সেন্টু, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নূর আমিন সহ ১৪ ইউনিয়নের নেতা কর্মী।প্রস্তুতি সভায় দৌলতপুরে পরিছন্ন রাজনীতি ফিরিয়ে আনতে সকল পরিছন্ন নেতা কর্মীরা একসাথে আছে বলেন বক্তারা। এবং আগামী ১৯ শে ফেব্রুয়ারী কুষ্টিয়ার জনসভা সফল করতে সকল বিএনপি কে প্রস্তুত হওয়ার আহ্বান করেন।