Print Date & Time : 10 September 2025 Wednesday 2:52 am

জেলের জালে আটকা পড়ে শুশকের মৃত্যু

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছা উপজেলার রাড়–লী এলাকায় কপোতাক্ষ নদে জেলেদের জালে আটকা পড়ে একটি শুশুক’র মৃত্যু হয়েছে। শুশুকটি বুধবার (১ সেপ্টেম্বর) রাতে রাড়ুলী স্টিমার ঘাট নামক এলাকায় তালার খেশরার জনৈক আলাউদ্দীনের জালে আটকা পড়ে।

ভোর বেলায় আলাউদ্দীন প্রতিদিনের ন্যায় জাল তুলতে গিয়ে শুশুকটি আটকা পড়ে মৃত্যুর বিষয়টি লক্ষ করেন। এরপর তিনি জাল থেকে শুশুকটি ছাড়িয়ে কপোতাক্ষের রাড়ুলী পাড়ে ফেলে রেখে যান।

এদিকে জেলেদের জালে শুশক আটকা পড়ে মৃত্যুর খবরে প্রত্যন্ত এলাকার শত শত মানুষ প্রাণিটিকে এক নজর দেখতে ভীঁড় জমায় নদীর চরে। এরপর দুপুরে স্থানীয় বালু শ্রমিকরা মৃত শুশুকটি ফের নদের পানিতে ভাসিয়ে দিয়েছে।
জানাযায়, শুশুক সাধুপানির বিপন্ন স্তন্যপায়ী প্রাণী। শুশুকের পিঠের দিকে ধুসর ও পেটের দিকে সাদাটে। দেখতে কিছুটা এক রকম হলেও ডলফিন আর শুশুক ঠিক এক ধরণের প্রাণী নয়। তবে আকৃতি ও প্রকৃতির দিক দিয়ে সামান্য পার্থক্য থাকলেও শুশুক ইরাবতি ডলফিনের সম্প্রদায়ের অর্ন্তভুক্ত।

শুশুক স্তান্যপায়ী প্রাণী হওয়ায় তাকে শ্বাস নিতে পানির উপরে আসতে হয়। বিপন্ন প্রজাতির এই প্রাণীর সুন্দরবন এলাকায় আবাসস্থল হলেও মাঝে মধ্যে খাবারের সন্ধানে উপকূলীয় কপোতাক্ষ বা শিবসা নদীতে ভেসে বেড়াতে দেখা যায়।