Print Date & Time : 25 August 2025 Monday 12:46 am

জৈন্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

সিলেট অফিস: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী ও ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

মঙ্গলবার সকালে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে ও সিনিয়র জেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে  ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এই আহবান জানান।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অ:দা:) মোহাম্মদ রিপন আহমেদের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোবারক হোসাইন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, নির্বাচন কর্মকর্তা আবদুল হালিম খান, সিনিয়র নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) জৈন্তাপুর ফাতেমা তুজ জোহরা সানিয়া, জৈন্তাপুর মডেল থানার ওসি  তাজুল ইসলাম।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য //  ১৪ মে ২০২৪