Print Date & Time : 12 September 2025 Friday 2:05 pm

জৈন্তাপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ই নভেম্বর) জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত সারিঘাট লালাখাল রাস্তা এলাকায় অভিযান চালায় পুলিশ।

সেদিন সন্ধ্যা ৬ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক মো শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গিয় পুলিশ ফোর্স নিয়ে ইউনিয়নের ছৈলাখেল গ্রামের প্রবাসী কুদ্দুস মিয়ার বাড়ীর সামনে একটি বাগানে গাছের নিচে পরিত্যাক্ত অবস্হায় ভারত থেকে চোরাই পথে আনা দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইকের সাথে থাকা অজ্ঞাতনামা চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়।

উদ্ধারকৃত বাইক দুইটি YAMAHA R15 ও KTM ব্রান্ডের। পুলিশ জানায় আটককৃত
বাইক দুইটির বাংলাদেশী টাকায় বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকার মত। পুলিশ
আরো জানায় ভারত থেকে চোরাইপথে এগুলোকে নিয়ে আসা হয়েছে। উক্তো ঘটনায়
জড়ীতদের সনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম
পুলিশের অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা বাইক দুইটি
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় পরিত্যাক্ত অবস্থায়
জব্দমুলে সাধারণ ডায়েরী করা হয়েছে। তিনি আরো জানান উপজেলায় চোরাচালান ও
মাদকবিরোধী অভিযানে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//