সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর সোনালী ব্যাংক শাখার সহযোগিতায় আয়োজিত জালনোট প্রচলন প্রতিরোধ বিষয়ক জনসতেনতা বৃদ্ধিমুলক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলামের অনুমতিক্রমে কর্মশালা উদ্বোধন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের সহকারী জেনারেল ম্যানোজার মো: আবুল ফজল।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম ব্যবস্থাপক আবু তাহের মো: হাবিবুল্লাহ ,সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান, জৈন্তাপুর মডেল থানারর অফিসার (তদন্ত) মো: আব্দুর রব, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক বিমল কুমার দেব ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক খায়রুল ইসলাম খান। জৈন্তাপুর সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর সাইটাস গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূইয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শফিকুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান জৈন্তাপুর সোনালী ব্যাংকের অফিসার জাকির হোসেন।
অনুষ্ঠানে পবিত্র কোরাআন তেলাওয়ত করেন হাফিজ রফিকুল ইসলাম রায়হান।

Print Date & Time : 11 September 2025 Thursday 8:29 am