সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এসময় ১জনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী নেতৃত্বে পরিচালিত অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) লালাখাল বিওপির একটি বিশেষ টহল দল সেনাসদস্য ছাড়াও উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত ১৫ হাজার ফুট বালু জব্দ করা হয়। বালু উত্তোলনের সময় লালাখাল পাখিবিল নামক স্থান থেকে বালুভর্তি হাইড্রোলিক ড্রামট্রাকসহ ১ জনকে আটক করা হয়। ট্রাকসহ জব্দকৃত বালুর আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। জব্দকৃত বালু ও ট্রাকসহ আটককৃত আসামিকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি আরও জানায়, সাম্প্রতিক সময়ে সারি নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিভিন্ন চাঁদাবাজি ও অনিয়মের তথ্য পাওয়া যায়। এ সকল চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত এলাকায় অনিয়মের বিরুদ্ধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এহ/16/10/24/ দেশ তথ্য
প্রিন্ট করুন
Discussion about this post