Print Date & Time : 12 September 2025 Friday 6:28 pm

জৈন্তাপুরে ট্রাকসহ ১২০ বস্তা চিনি জব্ধ

সিলেট অফিস:
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে একটি ট্রাকসহ ভারতীয় ১২০ বস্তা চিনি জব্ধ করে।

৬ আগস্ট রোববার দুপুর ১টার দিকে গোপন সংবাদ পেয়ে উপজেলার দরবস্ত বাজার জামে মসজিদের ব্রিজ সংলগ্ন সিলেট তামাবিল সড়কে গাড়ি তল্লাসি করে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি ট্রাক গাড়ি সহ ভারতীয় ১২০ বস্তা চিনি জব্ধ করা হয়। এই ভারতীয় পণ্য আটক বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক অপরাধ কাজে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ প্রশাসন-কে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহবান জানান।

দৈনিক দেশতথ্য//এস//