সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রশাসনের বাজার মনিটরিংয়ে কমে গেলো শাক সবজির দাম। এ সময় মনিটরিং চলাকালীন সময়ে উপস্থিত ক্রেতাগণ অভিযোগ করেন প্রশাসনের উপস্থিতি দেখে এখন যে দাম বলছে কিন্তু বাস্তবে দাম কিছুটা বেশি।
রোববার ১১ টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার মনিটরিং করতে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। প্রশাসনের আসার খবরে স্হানীয় বিক্রেতারা শাক-সবজীর দাম কমিয়ে ফেলে। এসময় তিনি কাঁচাপণ্যের দাম জানতে চাইলে বিক্রেতারা প্রতি পিস লাউ ৬০-৭০ টাকা,বরবটি ৫০-৫৫,আলু ৫৫-৬০ টাকা বিক্রি করছেন বলে জানান। এছাড়াও তারা বলেন স্হানীয় কৃষক থেকে তারা সবজি ক্রয় করেন।
এ সময় কাঁচাপণ্যে বিক্রেতাদের ইউএনও রুমাইয়া তাদের প্রতিদিনের মূল্য তালিকা টাঙ্গিয়ো রাখতে বলেন। এ সময় তিনি উপ সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদকে উপজেলার কৃষক পর্যায়ে বিক্রিকৃত সবজীর মূল্যের তথ্য সংগ্রহ করার নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি বিভিন্ন ভোগ্যপন্যের দোকানগুলোতে মনিটরিং করেন। সেখানে যে সব বিক্রেতাদের খাদ্য অধিদপ্তর ও কৃষি অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজ নবায়ন করেন নি, তাদের জরুরী ভিত্তিতে কাগজ নবায়নের নির্দেশনা প্রদান করেন।
পরে দরবস্ত বাজারের মূল গলিতে ফুট-পাত সহ তামাবিল হাইওয়ে রাস্তা দখল করে যারা দোকান বসিয়েছেন,তাদের বিরুদ্ধে দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার কে আগামী ২দিনের মধ্যে দখলমুক্ত করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের খাদ্য পরিদর্শক সবিতা দেবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহেল আহমেদ সহ প্রশাসেন কর্মকর্তা,স্হানীয় ব্যবসায়ী ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ স্হানীয় বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
এহ/27/10/24/ দেশ তথ্য
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post