সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরুদী অভিযানে ১৯ ক্যান ভারতীয় বিয়ার সহ ১জনকে আটক করা হয়।
আটক শাহিন উদ্দিন (২০) সে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত গৌরিশঙ্কর এলাকার পশ্চিম বিড়াখাই গ্রামের এরশাদ আলির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল মহাসড়কে মাহুতহাটি এলাকায় অভিযান চালিয়ে বাঁধন মোটরসাইকেল সার্ভিসিংয়ের সম্মুখ পাকা রাস্তা হইতে শাহিনকে আটক করে পুলিশ। সে নিজপাট ইউনিয়নের পশ্চিম গৌরীশঙ্কর গ্রামের এরশাদ আলীর ছেলে শাহিন উদ্দিন (২০)। এ সময় তার নিকট হতে ১৯ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার ২০০ টাকা।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয় বলে তিনি নিশ্চিত করেন।
এহ/03/10/24/ দেশ তথ্য
Discussion about this post