Print Date & Time : 22 August 2025 Friday 6:06 am

জোংড়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে ব্যারিস্টার রাজীবের মতবিনিময়

পাটগ্রাম ( লালমনিরহাট) প্রতিনিধি : ধর্ম যার যার রাষ্ট্র সবার এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে জোংড়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় জোংড়া ১নং সার্বজনীন হরি মন্দির কমিটির আয়োজনে জোংড়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় হরি মন্দির কমিটির সভাপতি বাবু সুধীর চন্দ্র রায়ের সভাপতিত্বে ও জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু পরেশ কুমার সেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’ র জাতীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য বাবু জগন্নাথ ঘোষ, জোংড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুরেশ চন্দ্র রায়,বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের পাটগ্রাম উপজেলা শাখার আহবায়ক বাবু ফনিভুষন শর্মা, পাটগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজীর (চপল) প্রমুখ উপস্থিত ছিলেন।

জোংড়ায় হরি মন্দির কমিটির আয়োজনে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।