কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ (ঝাঁপান) খেলা। বুধবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হুগলার চাপাইগাছি বাজারে এ সাপ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার চাপাইগাছি বাউল ক্লাবের আয়োজনে এ খেলায় ১১ জন সাপুড়ে অংশ নেন। এ সময় সাপুড়েদের কাছে কয়েক প্রজাতির শতাধিক সাপের দেখা মেলে। দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ঝাঁপান খেলা দেখার জন্য হাজারো মানুষ ভিড় জমান। আয়োজকরা জানান, ঝাঁপান খেলার নিয়ম হচ্ছে সাপকে ফণা তুলে উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। যে সাপুড়ের সাপ বেশিক্ষণ এবং যত বেশি উচ্চতায় দাঁড়িয়ে থাকতে পারবে সেই সাপুড়ে বিজয়ী হবেন। ঝাঁপান খেলায় সাপকে ২৪ ইঞ্চি উচ্চতায় তুলে প্রথম স্থান অধিকার করেন পাংশা উপজলোর বৃত্তিপাড়ার পাঁচু সাপুড়ে, ২৩ ইঞ্চি উচ্চতায় তুলে দ্বিতীয় স্থান অধিকার করেন একই এলাকার দুলু সাপুড়ে। পরে তাদের হাতে আয়োজক কমিটির পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। সাপ খেলা প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি লিটন প্রামাণিক জানান, আধুনিকতার ছোঁয়ায় আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ঝাঁপান খেলা কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। তাই গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এই খেলার আয়োজন করা হয়েছে।

Print Date & Time : 18 July 2025 Friday 3:10 am