কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া শাহী মসজিদের ইমাম আবুল খায়ের মো: মোকাররম হোসেন ৩ বছর যাবত বেতন পাচ্ছেন না। যার ফলে পরিবার নিয়ে তিনি মানববেতর জীবন যাপন করছেন।
এ বিষয়ে ইমাম মোকাররম হোসেন জানান, বিভিন্ন সময়ে মসজিদ কমিটির নিকট জানানোর পরও প্রতিকার না পেয়ে জেলা প্রশাসক ও নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদন ও নিয়োগপত্র সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারী ২০০৮ ইং তারিখে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তিনি ঝাউদিয়া শাহী মসজিদের ইমাম হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করছেন।
যোগদান পরবর্তীতে ২০১৯ সাল পর্যন্ত নিয়োগপত্রের শর্তাবলী মোতাবেক বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পাচ্ছিলেন। কিন্তু ২০১৯ সালের মে মাসে তিনি উমরা হজ্জ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। হজ্জ থেকে ফিরে এসে দেখেন অন্য একজনকে খতিবের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু হজ্জে যাওয়ার পর থেকেই ইমাম সাহেবের বেতন বন্ধ রয়েছে।
কি কারনে তার মাসিক বেতন বন্ধ রয়েছে সে বিষয়ে তিনি কোন কিছুই জানেন না। ইমাম মোকাররম হোসেন ২০১৯ সালের জুলাই মাস হতে ২০২২ সালের মে মাস পর্যন্ত বকেয়া ৩৫ মাসের সম্মানজনক ভাতা ও ৩ বছরের ৬টি উৎসব ভাতা পাওয়ার জন্য আবেদনপত্রে উল্লেখ করেছেন।
এ বিষয়ে ইমাম সাহেব বলেন, দীর্ঘদিন বেতন ভাতা না পাওয়ায় অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিষয়টি অনেক আগের তাই তিনি এ বিষয়ে কোন বক্তব্য প্রদান করবেন না।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post