নিজস্ব প্রতিনিধি (যশোর): যশোরের ঝিকরগাছার ছেলের দায়ের কোপে মা সবুরা বেগম (৪৫) মৃত্যু হয়েছে।
তিনি ঝিকরগাছার নারাঙ্গালী গ্রামের মোনতাজ আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই রফিকুল ইসলাম।
নিহতের ভাই রফিকুল জানান, ৯ মার্চ সকালে পারিবারির বিরোধের জেরধরে সবুরা খাতুনের সাথে তার ছেলে ইয়ানুরের বিরোধ হয়। এ সময় ইয়ানুর দা দিয়ে মায়ের মাথায় কোপ মারে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ১১ মার্চ সকালে সবুরার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ওই দিন দুপুরে তাকে পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে যায়। কিন্তু সেখানে আইসিইউ না পাওয়ায় ১৩ তারিখ পুনরায় তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//