নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের ঝিকরগাছায় উপজেলায় জনপ্রতিনিধির বাড়ির দরজা আটকিয়ে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্বজনদের অভিযোগ, ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে আগুন দিলে অগ্নিদগ্ধ হয় ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমিদ খাঁন (৩)। এসময় তাদের বাঁচাতে গিয়ে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ওবায়দুল খাঁন (৩৪)। তিনি তালিমুলের ছোট ভাই।
বর্তমানে তারা সকলেই ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।
দগ্ধ তালিমুলের ছোট ভাই ওবায়দুল জানান, ‘স্ত্রী সন্তানের সঙ্গে রাতে ঘরেই ঘুমিয়ে ছিল তালিমুল। রাত ২টার দিকে তাদের সেই ঘরে দাউ দাউ করে আগুন জলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের সিটকিনিতে লোহার তার দিয়ে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে সবাইকে বের করা হয়। তাদের প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ভোররাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়।’
ওবায়দুলের স্ত্রী রুমা বেগম জানান, রাত দুইটার দিকে তারা আগুন ও চিল্লাচিল্লি শুনতে পায়। জানালা খোলা থাকায় সম্ভবত পেট্রোল দিয়ে আগুন জালিয়েছে দুর্বত্তরা।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, কাগমারি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ তিনজন ঢাকায় চিকিৎসাধীন আছেন।

Discussion about this post