Print Date & Time : 26 August 2025 Tuesday 5:39 pm

ঝিকরগাছায় শিশু সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, যশোর:
পারিবারিক কলহের জেরে যশোরের ঝিকরগাছা উপজেলার শরীফপুর গ্রামে নিজ শিশু সন্তানকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন।

পারিবারিক কলহের কারণে ১১ মাসের শিশু পুত্র আয়মান হোসেনকে তার পিতা ইমামুল হোসেন (৩০) হত্যা করে নিজেই ফ্যানের সাথে রশির সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।

পারিবারিক সূত্র জানিয়েছেন, উপজেলার গদখালী ইউনিয়নের শরীফপুর গ্রামের আমজেদ হোসেনের ছেলে প্রবাসী ইমামুল হোসেন প্রায় ৬ মাস পূর্বে বাড়িতে আসেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই তিনি বিদেশ চলে যাবেন। স্ত্রী মমতাজ বেগম (২৩) তার পিতার বাড়ি যেতে চাইলে স্বামী ইমামুল হোসেন নিষেধ করেন।

এ নিয়ে গত রোববার (১১ই আগস্ট) উভয়ের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী মমতাজ জোর করে তার ১১ মাসের শিশু সন্তানকে তার বাবা ইমামুলের কাছে রেখে পিতার বাড়িতে চলে যান।

রাতে শিশুটি দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করলে পিতা ইমামুল হোসেন কান্নাকাটি থামাতে ব্যর্থ হয়ে বাচ্চাটিকে গলাটিপে হত্যা করে নিজেও (ইমামুল) ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে এলাকাবাসী ধারণা করেছেন।

নিহত ইমামুল হোসেনের মা রহিমা বেগম জানান, আমার বৌমা মমতাজ বেগম আর ছেলে ইমামুল দুজনে বৌমার বাপের বাড়ি যাওয়া নিয়ে গন্ডগোল করে এবং ছোট্ট শিশুটিকে ফেলে রেখে বৌমা বাপের বাড়িতে চলে যায়। ঘটনার রাতে শিশুটি মায়ের দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করলে আমার ছেলে শিশুটিকে নিয়ে চলে যায়। সকালে উঠে দেখি আমার ছেলের মরদেহটি ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। আর বিছানায় আমাদের ছোট্ট আয়মানের মরদেহ পড়ে রয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূইয়া বিকালে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি ,পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ও একটি হত্যা মামলা হয়েছে।