ঝিকরগাছা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আওয়ামীলীগ নেত্রী কামরুন্নাহার পুতুল (৩৬) মোটর বাইক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে৷ কামরুন্নাহার পুতুল শহরের খড়কি ধোপাপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, কামরুন্নাহার পুতুল মঙ্গলবার অফিস এক সহকর্মীর মোটরসাইকেলে ঝিকরগাছা থেকে শহরের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ধোপাখোলা-নিমতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে অপর একটি মোটরসাইকেল পুতুলকে বহনকরা মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়ারা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতলে ভর্তি করে। সেখানে রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।
অপর দিকে ঝিকরগাছা উপজেলার বেনাপোল-যশোর রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা (৬৩)বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গাবতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের লাশ উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, বৃদ্ধের বয়স প্রায় ৬৩ বছর হবে। তার পরনে একটি লুঙ্গি এবং একটি পাঞ্জাবি ছিল। তার পরিচয় এখনও জানা যায়নি।
গতকাল ৭ নভেম্বর ঝিকরগাছার গদখালি ইউপি চেয়ারম্যান ট্রেন দুর্ঘটনায় নিহত হন।
দৈনিক দেশতথ্য//এইচ//