ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী পার্কের প্রবেশ দ্বার যেন এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। প্রতিদিন এখানে ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
এ ব্যাপারে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে সংশ্লিষ্টরা। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক সংলগ্ন কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান নামক এলাকার পল্লী বিদুৎ অফিসের পাশের্^ অবস্থিত পার্কটি। খুলনা বিভাগের ও জেলার ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র হিসাবে বর্তমানে পরিচিতি লাভ করেছে এটি।
জোহান ড্রীম ভ্যালী পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ঝিনাইদহ জেলাসহ আশপাশের ও দেশের বিভিন্ন জেলার মানুষের বিনোদনের কথা ভেবে পার্কটি নির্মাণের চিন্তা করি।
এরই ধারাবাহীকতায় ২০১৭ সালে ৩৯ একর জমির উপর পার্কটি নির্মাণ করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীদের সমাগম ঘটে এখানে।
কিন্তু দুঃখ জনক হলেও ঘটনা সত্য পার্কটির প্রধান ফটকের সামনের মহাসড়কের সাথে অবস্থিত জেলা পরিষদ মার্কেট। পার্কে ঢুকতে ও বের হতে প্রবেশ দ্বারে রয়েছে জেলা পরিষদের বেশ কয়েকটি দোকান। এর মধ্যে ৩/৪ চারটি দোকানের কারণে পার্কে ঢুকতে ও বের হতে কোন কিছুই যেন চোঁখে দেখা যায়না। এর ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। এ সমস্যা থেকে দ্রæত পরিত্রান পেতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগিরা।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ জুলাই ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post