Print Date & Time : 26 August 2025 Tuesday 12:15 am

ঝিনাইদহের ডাকবাংলায় দু:সাহসিক চুরি, ট্রাক ভিড়িয়ে নেওয়া হলো ৪০০ মন ধান

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র মহাসড়কের পাশে ট্রাক রেখে গোডাউন থেকে চুরি করে নিয়ে গেছে প্রায় ৪০০ মন ধান। রাতে ডাকবাংলা বাজারের পুর্বপাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ডাকবাংলার জোয়ার্দ্দার রাইস মিলের স্বত্তাধীকারী শামীম হোসেন জানান, তার রাইস মিলের চাল উৎপাদনের জন্য ওই গোডাউনে ধান রাখা হয়। গভীর রাতে চোরচক্র গোডাউনের সামনে ট্রাক ঠেকিয়ে তালা ভেঙে প্রায় ৪০০ মন ধান চুরি করে নিয়ে গেছে। পাশেই পুলিশ ক্যাম্প। এ ঘটনায় স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী।

এ ব্যাপারে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সোহাগ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হয়েছে কিন্তু এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি। মৌখিক ভাবে শুনে আমরা চুরি হওয়া ধান উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ মার্চ ২০২৪