Print Date & Time : 13 September 2025 Saturday 4:45 am

ঝিনাইদহের সহকারী কমিশনার (ভ‚মি)’র শুদ্ধাচার পুরস্কার লাভ

ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা অনুযায়ী শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন।

সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরুপ তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শারমিন আক্তার সুমি’র হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সেসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ জুলাই ২০২৩